গ্রাম-বাংলায় ছড়িয়ে রয়েছে দেশের অগণিত শিক্ষিত, অর্দ্ধ-শিক্ষিত ও অশিক্ষিতের বাস। গ্রাম্য চাষী-সাধারণ; ভু’ই-ক্ষেত আর গরু-বাছুর নিয়ে যাদের নিত্য-নৈমিত্যিক কারবার-আমাদের সাহিত্যের অঙ্গনে তাদের প্রকাশ খুব কমই দেখা যায়। অথচ, দেশের একটি প্রধান অংশই হচ্ছে গ্রাম-বাংলার এই সব চাষীবৃন্দ। অশিক্ষিত গ্রাম্য পরিবেশে বিভাগ-পূর্বকালীন আদি সমাজ-ব্যবস্থা, চাল-চলন ও রীতি-নীতির প্রকাশ ঘটেছে “মোহ-ভঙ্গ” উপন্যাসে। সাহিত্য-জগতে অবহেলিত এই সব গ্রাম্য অশিক্ষিত সমাজ জীবনকে তুলে ধরা হয়েছে সাধ্যাতীত নিপুণতার সঙ্গে। গ্রাম্য অশিক্ষিতের মধ্যেও ক্রমে সামাজিক অনাচার, অন্যায় দূরীভূত হয়ে যায়-এগিয়ে চলে সবাই সোনালী রঙিন দিনের আশায়, মেতে ওঠে স্বাধীনতা সংগ্রামে; গ্রামবাসীর দীর্ঘ তমসাচ্ছন্ন মোহ যায় ডেঙে।









Be the first to review “মোহ ভঙ্গ”