ইসলাম ও সেক্যুলারিজম একটি অপরটির বিরোধী ধারণা।
Oxford Dictionary অনুযায়ী ধর্মের আক্ষরিক অর্থ হচ্ছে অতি প্রাকৃতিক শক্তির উপর শর্তহীন আস্থা ও বিশ্বাস। আল্লাহ বিরোধী সব ধরনের ধারণা ও বিশ্বাসকে প্রত্যাখান করে আনুগত্য ও ইবাদতের প্রতি উদাত্ত আহ্বান। অন্যদিকে সেক্যুলারিজমের অর্থ অক্সফোর্ড ডিকশনারী অনুযায়ী হচ্ছে শুধু বৈষয়িক বা পার্থিব বিষয়াদির সাথে যা সম্পৃক্ত। এর আরেকটি অর্থ হচ্ছে- এটা ওহী বা প্রত্যাদেশ বাণীর সাথে পুরোপুরি সম্পর্কহীন থাকবে। এর দ্বারা আরও বুঝায় যে, ইহা ধর্মীয় বিষয়সমূহের সাথে কোন সম্পর্ক রাখবে না। সম্পূর্ণ আলাদা ও পৃথক থাকবে ধর্ম থেকে। আর এটার মৌলিক অর্থ দাঁড়াচ্ছে যে, এটা হবে নন মনাস্টিক (Non Monastic) অর্থাৎ মসজিদ, মন্দির উপাসনালয়ের সাথে কোন ধরনের Relation থাকবে না। আবার ইসলাম )اسلام( যা সালাম (১) ধাতু থেকে এসেছে তার অর্থ শান্তি। এর ব্যাখ্যা হচ্ছে নিজের ইচ্ছা আকাংখাকে সর্বশক্তিমান আল্লাহর নিকট সমর্পণ করে দিয়ে শান্তি অর্জন করা।
Be the first to review “ইসলাম ও সেকিউল্যরিজম”