It has been decided urgently in Bangladesh that the price of fuel oil will be increased from 12 pm on Friday. As there is no notification in this regard, the common people are in trouble. If the complaints of the common people were known about this in advance, the low-income people would have taken some preparation in advance. Along with the common people, some oil palm owners are in trouble. Due to this rapid increase in oil, production and communication systems have suffered enormously.With the increase in fuel oil prices, it is expected that all types of commodities will increase. The difference in oil prices from the present.
Diesel 114-80=34
Kerosene 114-80=34
Octane 135-89=135
Petrol 130-86=44
বাংলাদেশে হটাৎ করে সিদ্ধান্ত নেয়া হয়েছে শুক্রবার রাত 12 টা হতে জ্বালানী তেলের মূল্য সংযোজন করা হবে। এই বিষয়ে কোন প্রকার কোন বিজ্ঞপ্তি না থাকায় বিপাকে পরেছে সাধারণ জনগন। সাধারন জনগণের অভিযোগ এই বিষয়ে আগে থেকে জানা থাকলে সল্প আয়ের মানুষেরা আগে থেকে কিছুটা প্রস্ত্ততি নিয়ে থাকাতো।সাধারণ জনগনের সাথে সাথে বিপাকে আছে কিছু তেল পাম মালিক। হটাৎ করে তেল এই উর্দ্ধগতি কারনে উৎপাদ ও যোগাযোগ ব্যবস্থায় পরেছে বিশাল দুর্ভোগ। জ্বালানী তেলের দাম বৃদ্ধির সাথে সাথে আসঙ্খা করা যাচ্ছে বৃদ্ধি হতে পারে সকল প্রকার পণ্য সামগ্রী।
Comments (0)