সবাই কে নিজের মত ভাবা ঠিক না ।
আল্লাহ তাআলা বিশাল এই পৃথিবীতে অসংখ্য মাকলুকাত সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মধ্যে প্রত্যেকের মাকলুকাতের সাথেই প্রত্যেকের আচার-আচরণের আংশিক মিল থাকলেও এই সব প্রাণীর প্রত্যেকের আকার-আকৃতি, দৈহিক গঠন এবং স্বভাব প্রকৃতি সবই আলাদা। আল্লাহ তাআলা স্বতন্ত্র ও আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছন এই প্রাণীকুল।
মানুষের আচার আচরণ তার মধ্যে বৈচিত্রপূর্ণ। কেউ কাউকে অনুসরণ করলেও একজনের সাথে অন্য জনের আচারা-আচারণ শতভাগ মিল হবে না। এমন কি জমজ জন্ম গ্রহন করা শিশুর মধ্যে ও নেই শত ভাগ মিল।
এই পৃথিবীতে আচার-আচরণ ও চল-ফেরার মিলের উপর নির্ভর করে সৃষ্টি হয় একটি সর্ম্পক তার নাম বন্ধুত্ব। তবু ও কিছু অমিল আচার-আচরণ ভুল ত্রুটির কারণে সেই সর্ম্পকের ফাটল ধরে এক সময় ছিন্ন হয়ে যায় এই সর্ম্পক।
এক জন শিশু তার বাবা মা কে দেখে বড় হয়। বাবা মাকে অনুকরণ ও অনুসরণ করে। কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে বাবার আচার-আচরণের সাথে মিল থাকে না সন্তানের আচার-আচরণের, থেকে যায় মত দ্বন্দ্ব কিংবা মন্তব্যের।
তাই আমরা যারা সবাইকে নিজের মতো ভেবে থাকি তারাই নিজেকে আবিষ্কার করি একাকীত্ব জীবনে, সৃষ্টি হয় আবেগের যা কাউকেই আপন হতে দেয় না।
সৃষ্টির এই বৈচিত্রের কারণেই পৃথিবী এত টা সুন্দর। পৃথিবী সবার পছন্দ অপছন্দ এক হলে পৃথিবীতে নতুন্বতের সৃষ্ট হত না। সেই সাথে এই বিশাল পৃথিবী সৌন্দযের বেলাভূমি হত না।
Written By Shihab
Comments (0)