ছোট্ট বন্ধুরা!
মা পৃথিবীর একমাত্র মধুমাখা শব্দ। যে শব্দের সাথে মিশে আছে মায়া-মমতা। মা প্রতিটি সন্তানের ভরসার জায়গা। পৃথিবীর সবাই পরিত্যাগ করলেও মা কখনো সন্তানকে ছাড়তে পারে না। আগলে রাখে নিজের বাহুডোরে। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান মা। নিজে ভালো পোশাক না পরে সন্তানকে ভালো পোশাক পরিধান করান মা। চলো গল্পে গল্পে মায়ের অবদানের কথা শুনি। একদা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্ল তায়ালাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ!
জান্নাতে আমার সাথে কে থাকবে?
জবাবে বলা হলো, ওমুক কসাই!
এমন জবাব শুনে মুসা আলাইহি ওয়াসাল্লাম খুবই আশ্চর্য হলেন। বলতে লাগলেন জান্নাতে আমার সাথে কসাই থাকবে!
তার এমন কী সৎকর্ম আছে যার বিনিময় সে আমার সাথে থাকবে। তাই মুসা আলাইহি ওয়াসাল্লাম সেই কসাইকে খুঁজতে লাগলেন। অনেক তালাশ করার পর মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে পেয়েও গেলেন। কাছে গিয়ে দেখলেন,
সেই কসাই গোশত বিক্রিতে ব্যস্ত।
কিছু সময় দাঁড়িয়ে তার বেচাকেনা পর্যবেক্ষণ করলেন। কিন্তু তেমন উল্লেখযোগ্য কিছু তাতে পেলেন না। তবে ক্রয়বিক্রয়ের একদম শেষে দেখলেন কসাই একটুকরো গোশত একটি কাপড়ে প্যাঁচিয়ে নিলেন। অতঃপর সেই টুকরো নিয়ে বাড়ির দিকে রওয়ানা হলেন।
মুসা আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্পর্কে আরো জানার জন্যে অনুমতি নিয়ে পিছুপিছু হাঁটতে শুরু করলেন। চলতে লাগলেন কসাইয়ের বাড়ির পানে। দেখলেন কসাই তার বাড়ি পৌঁছে গোশত রান্না শুরু করে দিল। অতপর কিছু রুটি বানিয়ে তা গোশতের ঝোলে মেখে নরম করলো। তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন। কসাই তার পাশে বসে বৃদ্ধার মুখে টুকরো টুকরো রুটি পুরে দিতে লাগলেন। বৃদ্ধাও মজা করে খাবারগুলো খেয়ে যাচ্ছিল। এমনকি খাওয়া শেষে বৃদ্ধা কসাইয়ের কানে কী যেন বললেন। অমনি কসাই মুচকি হাসি দিতে থাকলেন।
দূর থেকে মুসা আলাইহি ওয়াসাল্লাম এসব দেখছিলেন। কিন্তু এসবের কিছুই বুঝতে পারছিলেন না তিনি। তাই কৌতূহল নিয়ে মুসা আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন। কসাই জবাবে বললেন, উনি আমার মা! আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে খাওয়াই। আর আমার মা যাওয়ার পর খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহ তায়ালার কাছে এই বলে দোআ করেন,
“হে আলাহ আমার সন্তানকে বেহেশত দান করুন এবং তাকে মুসা আলাইহি
ওয়াসাল্লামের সাথে রাখুক। কসাই বললেন, আমি এই দোআ শুনে এটা ভেবে মুচকি হাসি যে, কোথায় মুসা নবি আর কোথায় আমি।
ছোট্ট বন্ধুরা! আল্লাহ তায়ালা চাইলে সবকিছুই সহজ। তিনি যা ইচ্ছা করেন তাই হয়। তিনি যা করতে চান সেটা করেন। সুতরাং তোমরা সর্বদা মায়ের খেদমত করবে। তাকে কষ্ট দিবে না। তার কথা শুনবে। তাকে বেশি বেশি ভালোবাসবে । আল্লাহ তায়ালা তোমাদের তাওফিক দান করুক। আমিন।
Comments (0)