বট গাছের আত্মকথা
কবি – মোঃ আসলাম হোসেন
একটি বটবৃক্ষ অঙ্কুরিত হয়েছিলো
কোন এক অখ্যাত নিকুঞ্জে;
কত স্বপ্ন কত আশা
সম্ভাবনার কল্পনা আঁকা
সতেজ কুড়ির অসিম সম্ভাবনায় ।
মুড়ে খেল মাথাটা প্রথমেই ছাগলে
তবুও প্রত্যাশা হতাশায় থামে নাই
শত কুড়ি বিকশিত হয়ে ছিলো সহসাই
তিলে তিলে গড়ে ওঠে সীমাহীন যাত্রায় ।
শাখা-প্রশাখা পত্র-পল্লবে বিকশিত যৌবনে
বিক্ষুব্ধ ঝঞ্জায় ভেঙ্গে উড়িয়ে দিয়ে গেল
তার কান্ডগুলো বার বার।
শকুনেরা এসে গড়ল আস্তানা
পাগলেরা নিলো আশ্রয়
কত পথিক ছায়ায় বসে
নিল বিশ্রাম ৷
কেউ কখনও এসে শুধালোনা তারে;
কেমন আছ?
গন্তব্য আর কতদূর?
কেউ তাকে ঘিরে গড়তে
চেষ্টা করল না।
রতনপুরের হাট, সাধুহাটার মেলা
বিদ্যাগঞ্জের সৌধ, মায়াময় কুসুম কানন ।
মানবতার কত অধপতন কত পঙ্কিলতা, নীচতা
কালের সাক্ষী হয়ে নিরবে দেখল
ব্যথায় নির্বাক হয়ে ।
আপন অন্তরে জ্বলেছে পুড়েছে, ক্ষত-বিক্ষত হয়ে
একান্তে, নিভৃতে ডুকরে কেঁদেছে
কেউ শোনেনি কেউ বুঝতেও চেষ্টা করেনি ।
জীবনের পূর্ণতায় এসে অসম্পূর্ণ তার বেদনায়
নিঃশেষ হতে চলেছে, বিপন্ন অস্তিত্বে।
প্রকৃতির ভয়াবহ বিপর্যয়, দুষিত পরিবেশ
হরেক অস্ত্রের নিত্য আঘাত,
সন্ত্রাসের আখড়া, মাদকের আড্ডা
ইঁদুর কাটছে মূল
জীবনের এত স্বপ্ন-আশা-সাধ
সবই কি ছিল দুঃস্বপ্ন, সবই যেন ভুল ।
CDLB
Central Digital Library of Bangladesh (CDLB) is a website and app through which a student of any age can get his desired information service with minimal effort and in the shortest possible time. Here all the branches of knowledge have been divided into 10 parts. It will help you to get the best information to survive in today’s competitive world.
Comments (0)