#গ্রাম্য পাঠশালা #

আমরা হয়তো সবাই গ্রামের সর্ম্পকে জানি তবে পাঠশালা সর্ম্পকে কয় জননি বা জানি । বর্তমান গ্রাম্য পাঠশালা আর শহরে পাঠশালার মধ্যে তেমন কোন পার্থক্য নেই তবে, অল্প কিছু দিন আগেও এমন ছিলনা । আর সেই সর্ম্পকেই আমাদের এই আরটিকেলটি।