কিভাবে 1টি আবেদন পত্র লিখব
আবেদন পত্র
কিভাবে একটি আবেদন পত্র লিখব?

তারিখ : ১৮/০৯/২০২৩

বরাবর,

এজিএম

খোকসা সাব-জোনাল অফিস

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, খোকসা, কষ্টিয়া।

বিষয় : জামানতের টাকা উত্তোলনের আবেদন পত্র।

জনাব,

সবিনয় নিবেদন, এই যে আমি আপনার কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির খোকসা সাব-জোনাল অফিস এলাকাধিন হিসাব নং ০৭/৭৫০/৫— চাঁদ টেক্সটাইল (পাওয়ারলুম) একটি ক্ষুদ্র শিল্প স্খাপন করেছিলাম। করোনাকালিন সময়ে কাঁচামালের দাম সহ সকল পণ্য দ্রব্যের দামের উর্ধ্ব গতি হওয়ায় প্রতিষ্ঠানের ব্যয় ভার বহন করা কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে ক্ষুদ্র শিল্পটি বন্ধ করে দিয়েছি।  প্রতিষ্ঠানে ২৩ কিলোওয়াট একটি বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগের সময় ফেরত দেওয়া শর্তে জামানত প্রদান করেছিলাম। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় তা উত্তোলন করতে চাই।

অতএব, মহোদয়ের কাছে আমার আকুল আবেদন পত্র এই যে, দয়া করে জামানতের টাকা ফিরিয়ে দিয়ে বাধিত করবেন।

বিনীত নিবেদক,

মুহা. …………………………………..

ব্যবস্থাপক

চাঁদ টেক্সটাইল এর

চাঁদট, খোকসা, কুষ্টিয়া।