Big Alone (বড় একা)
Author : MD. KAMRUZZAMAN সঙ্গী সাথী নিয়ে একা একা থাকি ওরা আসে কাছে নির্জনে বলে যায় কথা; দীর্ঘ আলাপ কখনো হাসাহাসি কখনো বিষাদ সবই আছে তার মধ্যে । আকাশে উড়ে চিল বারে বারে ডাকে ফাগুন নৈঃশব্দ আর মৃত্যু ডেকে ডেকে যায় দাঁড়িয়ে থাকি তার সাথে একাই বহুবার গিয়েছি আমার ভালো লাগা দেখায় যেমনি আমায় দেখিয়েছে […]