হাদীসের কিস্সা
বর্তমান সময়ের শ্রেষ্ঠ অনুবাদক, বহু ভাষাবিদ ও সুসাহিত্যিক জনাব আকরাম ফারুক রচিত “হাদীসের কিস্সা” গ্রন্থটি সকল শ্রেণীর পাঠক মহলের নিকট ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় গ্রন্থটির প্রথম থেকে চতুর্থ খন্ড একত্রে প্রকাশের প্রয়োজনীয়তা অনেকদিন ধরেই অনুভব করে আসছি। কিন্তু বিভিন্ন সমস্যা ও জটিলতায় তা হয়ে উঠছিল না। মহান রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে তা এখন প্রকাশ পাওয়ায় তাঁর দরবারে জানাই লাখো কোটি শোকরিয়া। চারটি খন্ড একত্রে নতুন ভাবে বিন্যাস করে নতুন ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করা হয়েছে। নব্য জাহেলিয়াতের এই যুগে শিশু-কিশোরদের চরিত্র গঠন উপযোগী সাহিত্য নেই বললেই চলে। বিশেষ করে সরাসরি আল কুরআন ও আল হাদীস থেকে নবী-রাসূলদের বিভিন্ন ইতিহাস ও ছোট ছোট ঘটনা এবং উল্লেখযোগ্য সাহাবী, তাবেয়ী ও ব্যক্তিগণের জীবনের বিভিন্ন দিক, বিভাগ ও ঘটনা নিয়ে রচিত সাহিত্যের অভাব বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। এ গ্রন্থে সাহাবী, তাবেয়ী, উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এবং নবী-রাসূলদের জীবনের বিভিন্ন ঘটনাবলী, ইতিহাস ও শিক্ষামূলক গল্প-কাহিনী বর্ণনা করা হয়েছে। গ্রন্থটি পাঠে শিশু-কিশোরসহ সকল শ্রেণীর পাঠক-পাঠিকা বিশেষভাবে উপকৃত হবে এবং শিশু-কিশোরদের চরিত্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করি। আল্লাহ আমাদের সকল শ্রম ও প্রচেষ্টা কবুল করুন। আমিন।
Be the first to review “হাদীসের কিস্সা”