হাদীসের আলোকে মানব জীবন (৩য় ও ৪র্থ খন্ড)
ইসলামী শরীয়তের মূল উৎস হল দু’টি, একটি আল্লাহর কিতাব, অর্থাৎ কোরআনে কারিম। আর দ্বিতীয়তটি হল সুন্নাহ্ অর্থাৎ রসূলের হাদীস। আর এর প্রতি ইংগিত করেই রসূল (সঃ) তাঁর বিদায়ী হজের বিদায়ী বক্তব্যের বিদায়ী বাক্যে বলেছিলেন, “আমি তোমাদের জন্য দু’টি জিনিস রেখে যাচ্ছি। এ দু’টিকে যদি শক্ত করে ধারণ করে থাক, তাহলে তোমাদের পথভ্রষ্ট হওয়ার কোন আংশকা থাকবে না। তাহলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ বা তরীকা।” সুন্নাহর বিবরণ আমরা হাদীসের মাধ্যমেই পেয়ে থাকি। হাদীস একদিকে যেমন কোরআনের ব্যাখ্যা, অন্যদিকে শরীয়তের হুকুম আহকামের বিবরণও হাদীসের মাধ্যেমে পাওয়া যায়। পুস্তকের এই খণ্ডে আখলাক তথা নৈতিকতা সম্পর্কীয় রসূলের বেশ কিছু হাদীস পেশ করে এর অনুবাদ ও প্রয়োজনীয় ব্যাখ্যা পেশ করা হয়েছে।
Be the first to review “হাদীসের আলোকে মানব জীবন (৩য় ও ৪র্থ খন্ড)”