সুরাহ্ ফাতেহার তাফসীর
আল্লাহ তা’আলার কালামেপাক কোরআন শরীফের প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ এক অংশ হলো এই সূরা ফাতেহা। এই সূরা সমগ্র কোরআন শরীফের সারসংক্ষেপ। পূর্ণাঙ্গ সূরা রূপে এটিই প্রথম নাজেল হয় এবং কোরআন শরীফের প্রথমেই এর স্থান নির্দ্ধারণ করা হয়। এজন্য এর নাম সূরা ফাতেহা (প্রারম্ভিকসূরা) রাখা হয়েছে। রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেনঃ “যার হাতে আমার জীবন মরণ, আমি তাঁর শপথ করে বলছি, সূরা ফাতেহার দৃষ্টান্ত তাওরাত, ইঞ্জিল, যবুর প্রভৃতি কোন আসমানী কিতাবেতো নেই, এমনকি, পবিত্র কোরআনেও এর দ্বিতীয় নেই।” রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেনঃ “সূরা ফাতেহা সব রোগের ঔষধ বিশেষ”। অপর আরেকটি হাদীসে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “যে সূরা ফাতেহা পড়ে না তার নামাজ হয় না”। (বুখারী ও মুসলিম) সূরা ফাতেহা মূলতঃ একটি প্রার্থনা বিশেষ, যা আল্লাহপাক মানুষকে শিক্ষা দিয়েছেন। অবশিষ্ট কোরআন হলো তাঁর পক্ষ থেকে এর জবাব, যার মধ্যে মানবকুলের জন্য সহজ সরল ও সঠিক জীবন -পথের পূর্ণাঙ্গ ও বিস্তারিত বর্ণনা রয়েছে।
Be the first to review “সুরাহ্ ফাতেহার তাফসীর”