সমাজসেবীর নানাকথা
সমাজসেবীর নানাকথা বইটিতে অচিনকুমার চক্রবর্তী সমাজের নানা শ্রেণীর প্রাপ্ত বয়স্কদের শিক্ষাদানের বিষয়টি তুলে ধরেছেন। আমাদের দেশে প্রাপ্ত বয়স্কদের শিক্ষাদানের বিষয়টি বহুদিন থেকে চেষ্টা চলছে। কিন্তু এই প্রচেষ্টাকে কেউ সমর্থন করেনি। কারন তারা মনে করতেন সমাজের মানুষের ভিতরে অজ্ঞতা ও কুসংস্কার আছে বলে আজ তারা সমাজপতি হতে পেরেছেন। কিন্তু এইভাবে আর কতদিন? মানুষ যুগের পর যুগ অজ্ঞ থাকতে পারে না। তাই সমাজের মানুষের ভিতরে অজ্ঞতা ও কুসংস্কার দূর করতে প্রাপ্ত বয়স্কদের শিক্ষাদান গুরুত্বপূর্ণ।
Be the first to review “সমাজসেবীর নানাকথা : 1 of best Novel book”