সম্মানিত লেখক এই সংক্ষিপ্ত পুস্তকে ঐ সমস্ত কিতাব থেকে দু’আ সংকলন করেছেন যা সকল মুসলমানের নিকট গ্রহণীয়। আর এ বইটি একজন আলেম থেকে আরম্ভ করে একজন সাধারণ মুসলিম তথা সকলের প্রযোজন। তিনি দু’আগুলো সংকলন করেছেন সহীহ আল-বুখারী ও সহীহ আল মুসলিম এবং ঐ সকল কিতাব থেকে যা বর্তমান বিশ্বে হাদীসের সনদে বিশেষজ্ঞ আল্লামা মুহাম্মদ নাসির উদ্দীন আল-বানীর দ্বারা চারখানা সুনান গ্রন্থ তথা আবু দাউদ, নাসাঈ, তিরমিজী, ইবনে মাজাহ এবং অন্যান্য হাদীস -গ্রন্থের সহীহ ও জয়ীফ পার্থক্য করে দু’ভাগে বিভক্ত করা হয়েছে; সিলসিলা আল-হাদীস – আল-সহীহা এবং সিলসিলা আল-আহাদিস আল-জয়ীফা। সম্মানিত সংকলক সহীহ হাদীস থেকে এই দু’আগুলো নিয়েছেন। আর প্রতিটি দু’আর পিছনে যে সব টিকা সংযোজন করেছেন, তার সবগুলো উক্ত গ্রন্থাদির দিকে ইঙ্গিত করে।
Be the first to review “শব্দে শব্দে হিসনুল মুসলিম”