শাইখ খালীল আল হোসেনান রচিত “২৪ ঘণ্টা ব্যবহারিক জীবনে আমলযোগ্য রাসূলুল্লাহ সা. এর ১০০০ সুন্নাত” (1000 SUNAN EVERY DAY AND NIGHT) গ্রন্থটি বাংলা ভাষায় রূপান্তর ও সম্পাদনা করেছেন ডক্টর শাহ মুহাম্মদ ‘আবদুর রাহীম ও মোহাম্মদ নাছের উদ্দিন। বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদু লিল্লাহ। দরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাসূলুল্লাহ সা. ও তাঁর পরিবার এবং অনুসারীদের প্রতি। আশা করি ২৪ ঘণ্টা ব্যবহারিক জীবনে আমলযোগ্য রাসূলুল্লাহ স. এর ১০০০ সুন্নাত নামক বইটি পাঠক মহলে সমাদৃত হবে। প্রতিটি মুসলিম নর-নারীর জন্য এটি একটি অতীব প্রয়োজনীয় বই। বইটিতে কুর’আন ও হাদীসের ভিত্তিতে ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, ইসলামের মৌলিক বিধি-বিধান, ওযু, গোসল, নামায, রোযা, দু’আ, দরূদ ইত্যাদি সাবলীল ভাষায় সুচারুভাবে উপস্থাপন করা হয়েছে। আলোচ্য বইটি মু’মিন জীবনের আয়না স্বরূপ। এ বই পড়ার মাধ্যমে রাসূলুল্লাহ স. এর সুন্নাত অনুসারে ২৪ ঘণ্টা ব্যবহারিক জীবনে ইসলামের অনুসরণ ও অনুকরণ করা যাবে। বইটির মূল লেখক, অনুবাদক-সম্পাদক তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাঠকদের সুচিন্তিত পরামর্শ পরবর্তী সংস্করণে প্রতিফলিত হবে বলে প্রতিশ্রুতি রইল। আল্লাহ আমাদের এই প্রয়াস কবুল করুন। আমীন।
Be the first to review “রাসূলুল্লাহ সা. এর ১০০০ সুন্নাত”