যুগপুরুষ বিদ্যাসাগর বইটিতে বিনয় ঘোষ গল্পগুলির ভিতর দিয়ে বিদ্যাসাগর চরিত্রের বিভিন্ন দিক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লেখক মনে করেন বাঙালীর জাতীয় জীবনের সংকটকালে বিদ্যাসাগরের মত যুগপুরুষদের জীবনী প্রত্যেক কিশোর ছেলে-মেয়েদের পড়া উচিত। কারণ এরকম জীবনরচিত জাতীয় পুনরুজ্জীবনের প্রেরণার আকর।
Be the first to review “যুগপুরুষ বিদ্যাসাগর: 1 of the basic Character of Bidasagor life”