মুমিনের পরিচয়
বইটিতে মাওলানা আবুল হোসাইন তার বইটিতে মুমিনের সকল বৈশিষ্ট্য সর্ম্পকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। মুমিনের পরিচয় মুমিন আরবী শব্দ, যার আভিধানিক অর্থ হলো বিশ্বাসকারী বা বিশ্বাসী। আর পারিভাষিক অর্থে মুমিন হল ছয়টি বিষয়ের উপর তথা “আল্লাহর ওপর, ফেরেশতাদের ওপর, আল্লাহর নাযিলকৃত সকল কিতাবের উপর, সকল নবী- রাসূলদের ওপর, পরকালে পুনরুত্থিত হওয়ার উপর এবং লিপিবদ্ধ তাকদীরের উপর” যে ব্যক্তি কোন প্রকার সন্দেহ-প্রশ্ন ছাড়াই বিশ্বাস করে, তাকেই মুমিন বলা হয়।
Be the first to review “মুমিনের গুণাবলী”