মালাকাইটের ঝাঁপি বইটিতে পাভেল বাঝোভ রাশিয়ায় অবস্থিত আজোভ পাহাড়ের পাদদেশের খনি এলাকা ও সেখানকার সমাজচিত্র, শোষক-শোষিতের দ্বন্দ, শ্রমিকের দুর্বিষহ জীবন, শিল্পের স্বরুপ, ব্যক্তির লোভ, সততার লড়াই, রুপময় পৃথিবী, মানুষের জীবনের আকাঙ্ক্ষা ও পরিনতি তুলে ধরেছেন। রাশিয়ায় উরালের অবস্থিত পার্বত্য এলাকাটি নানারকম খনিজ সম্পদে ভরপুর। আর এই সম্পদকে ঘিরে রাশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে দুঃসাহসী শিকারিরা সেখানে আবাসস্থল গড়ে তোলে।
Be the first to review “মালাকাইটের ঝাঁপি : No 1 basic Book”