মহাভারতে বিবাহ
বইটিতে শামিম আহমেদ বিবাহভিত্তিক বিষয়গুলো তুলে ধরেছেন। বইটিতে লিপিবদ্ধ করা হয়েছে বিবাহের পটভূমিসহ নানা খুটিনাটি । বিবাহ নামক প্রতিষ্ঠানটির শুরু কবে তা সমাজতাত্ত্বিকরা অনুসন্ধান করে চলেছেন। বিবাহের সঙ্গে যেহেতু ধর্মের নিবিড় যোগাযোগ তাই এই প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হয়েছে ঐশ্বরিক বা দৈব যোগাযোগের ধারণা। কোনও কোনও ধর্মীও সাহিত্য অনুযায়ী পৃথিবীর প্রথম বিবাহ নাকি স্বর্গে সম্পন্ন হয়েছিল। এমনকি কোন পুুরুষের সঙ্গে কোন মহিলার বিবাহ হবে তাও নির্ধারিত হয়ে আছে। গ্রন্থটির প্রথম অধ্যায় হলো বিবাহের পটভূমি। সেখানে বিবাহের সংজ্ঞা বিষয়ে আলোচনা আছে। এছাড়াও রয়েছে বিবাহের উৎপত্তি নিয়ে নানা কথা। বইটিতে রয়েছে বিবাহের নানা বিভাগের কথা। আট প্রকারের বিবাহের আলোচনা করে মহাভারতের কিছু দৃষ্টান্তের কথাও উল্লেখিত রয়েছে।
Be the first to review “মহাভারতে বিবাহ -About Marrage in Mahabharat”