বেহেশতের রমণীগণ
বইটিতে আলহাজ মৌঃ মোঃ নুরুজ্জামান বেহেশতের রমণীগণের সর্ম্পকে সুন্দরভাবে তুলে ধরেছেন। মানব জীবনে বিবাহ প্রথা অপরিহার্য। কেননা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমীনের মানব সৃষ্টির মূল রহস্যই এই যে, তিনি মানব বংশ বিস্তার করতঃ মানব সন্তান দ্বারা ভূ-পৃষ্ঠ ভরিয়া দিবেন। আর তজ্জন্যই মানব-মানবী তথা একটি পুরুষ ও একটি মহিলার মধ্যে বিবাহ বন্ধনের প্রয়োজন রহিয়াছে। একই উদ্দেশ্যে আল্লাহ তায়ালা আদি মানব হযরত আদম (আঃ)-কে সৃষ্টি করিয়া তাঁহাকে বেহেশতে রাখিয়া দিলেন। অতঃপর আল্লাহ তাঁহার মূল লক্ষ্য সাধন করিতে আদি মানবী মা হাওয়াকে হযরত আদম (আঃ)-এরই এক অঙ্গ হইতে সৃষ্টি করিয়া তাঁহাকেও বেহেশত মধ্যে জায়গা দিলেন। তারপর তারপর অবিলম্বে পিতা ও মাতা হাওয়াকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলেন এইভাবে আদি পুরুষ ও আদি মহিলা হইতেই বিবাহ প্রথার সূত্রপাত হইল
Be the first to review “বেহেশতের রমণীগণ”