নিবন্ধ বৈচিত্রের তিন দশক বইটিতে অনির্বাণ মুখোপাধ্যায় বিগত তিন দশকের ঘটে যাওয়া অনেক বিষয়গুলো তুলে ধরেছেন। বিগত তিন দশকের মধ্যে পরিবর্তন হয়েছে বাংলা সাহিত্যের। উনিশ দশকের দ্বিতীর্য়াধে শিক্ষার প্রবল বিস্তার ঘটেছে এদেশে। পরিবর্তন ঘটেছে সমাজ সংস্কারের ক্ষেত্রে। গত ত্রিশ বছরে বাংলা বিদ্যাচর্চার ক্ষেত্রেও ঘটেছে আমূল পরিবর্তন। এছাড়াও ঘটে গেছে সামাজিক,রাজনৈতিক ও অথনৈতিক পরিবর্তন।
Be the first to review “নিবন্ধ বৈচিত্রের তিন দশক”