দোয়া ও দরুদ
পরকালে বিস্বাসী “মু’মিন” তাহার জীবনের প্রত্যেক ক্ষেত্রে সর্ব বিষয়ে আল্লাহর দরবারে মাথা নত করিবে। বিপদ-আপদ, বালা মুসিবত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যবসা-বানিজ্য, মাল-দৌলত, মান-ইজ্জত, এবং সন্তুতি, মোট কথা সে সর্ব বিষয়ে সর্বাবস্থায় আল্লাহর সাহায্য কামনা করবে । এটাই আল্লাহ রব্বুল আলামীন পছন্দ করিয়া থাকেন। এই জগতের নিয়ম-কানুন হইল এই যে যদি কেহ কাহারো নিকট কিছু চায় তবে হয় অসন্তুষ্ট। আর পরাক্রমশালী আল্লাহর নিকট কিছু চাহিলে তিনি হন সন্তুষ্ট। দোয়ার বরকতে মানুষ পাপ হইতে তাওবা করিয়া পাপমুক্ত হইয়া আল্লাহর প্রিয় বান্দার অন্তর্ভুক্ত হইয়া যায় এবং তাহার দরজা বুলন্দি হয়।
Be the first to review “দোয়া ও দরুদ”