দারসে হাদীস (১ম খন্ড)
আল-কুরআনের ব্যাখ্যা হলো রাসূল (সঃ) এর হাদীস। সুতরাং কুরআন বুঝতে হলে হাদীস সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাই আমি আল্লাহর নবী (সঃ) এর অসংখ্য হাদীস সমূহের মধ্য থেকে বাছাই করে আধুনিক এবং সাধারণ শিক্ষিতদের নিজে বুঝা এবং অপরকে বুঝানোর উপযোগী করে অত্যন্ত সহজ-সরল ভাষায় হাদীসের দারস লেখার উদ্যেগ গ্রহণ করি। আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে অল্প সময়ের মধ্যে দারসে হাদীস প্রথম খন্ডের পান্ডুলিপি তৈরী করি। যদিও সীমাবদ্ধ জ্ঞান নিয়ে হাদীসের দারস লিখতে ভয় পাচ্ছিলাম। তার পরও আল্লাহর উপর ভরসা রেখে এ কাজটি আঞ্জাম দেই। ইতোমধ্যে আমার লেখা দারসে হাদীস ১ম ও ২য় খন্ড, দারসে ২য় ও ৩য় খন্ড প্রকাশিত হয়েছে এবং তার আরও খন্ড লেখা হবে ইন্শাআল্লাহ। এই জন্য আমি পাঠক পাঠিকাদের দোআ এবং আল্লাহ পাকের সাহায্য কামনা করছি।
Be the first to review “দারসে হাদীস (১ম খন্ড)”