তাবলীগ ও ফজিলত
তাবলীগ জামায়াতের বিশ্বব্যাপী সম্প্রসারণ সম্ভব হয়েছে উপমহাদেশের সর্বপ্রথম শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মাদ যাকারিয়া কান্দালভী রহমাতুল্লাহী আলাইহি রচিত ফাজাইল-এ-আমল সিরিজ এবং তাবলীগ জামায়াতের দ্বিতীয় আমীর হযরত মাওলানা মুহাম্মাদ ইউসুফ কান্দালভী রহমাতুল্লাহী আলাইহি রচিত হায়াতুস সাহাবা সিরিজ এর অতিরিক্ত কোনো পুস্তক ছাড়াই। বই পড়ে তাবলীগ সম্বন্ধে সেরূপ কিছুটা জানা যাবে। তাবলীগের উপর লেখা বই পড়ে তাবলীগ বুঝা যাবে না। তাবলীগ বুঝতে হলে বিছানাপত্র নিয়ে তাবলীগে বের হতে হবে। বহু বিদেশী মেহমান সারা বছর ধরে তাবলীগের উদ্দেশ্যে বাংলাদেশ সফর করেন, বিশেষ করে ইজতিমা উপলক্ষে। ইজতিমায় আগত বিদেশী মেহমানদের এক বিরাট অংশ ইজতিমা শেষে সারা দেশে এমনকি পল্লী অঞ্চলে ছড়িয়ে পড়েন। কুরআন ও হাদীসের আলোকে রচিত হযরত যাকারিয়া (রঃ) এবং হযরত ইউসুফ (রঃ) রচিত পূর্বোল্লিখিত দু’টি সিরিজ তাবলীগ জামায়াতের কাজের জন্য এমন পর্যাপ্ত যে, অন্য কোন রচনার প্রয়োজন হয় না। তাবলীগ ও ফজিলত সংক্রান্ত পুস্তকে আমি কুরআন হাদীসের আলোকে বিশ্লেষণের দিকে না গিয়ে যুক্তির আলোকে আধুনিক মনের জিজ্ঞাসার জবাব যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করেছি।
Be the first to review “তাবলীগ ও ফজিলত।”