জ্বিন জাতির
বিস্ময়কর ইতিহাস বইটিতে আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহ. জ্বিন জাতি সর্ম্পকে সুন্দরভাবে তুলে ধরেছেন।বর্ণনায় হযরত ইবনু আব্বাস (রাঃ) ইবলীস ছিল ফিরিশতাদের গোত্রগুলির মধ্যে এক গোত্রের অন্তর্গত, যে গোত্রকে ‘জ্বিন’ বলা হত। তাদের সৃষ্টি করা হয়েছিল, ‘লু’-এর আগুন দিয়ে। ইবলীসের নাম ছিল হারিস। সে ছিল জান্নাতের একজন দারোয়ান। ফিরিশ্তাদের এই গোত্র (জ্বিন) ছাড়া বাকি সকলকে সৃষ্টি করা হয়েছিল ‘নূর’ দিয়ে। আর জ্বিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা দিয়ে। পৃথিবীতে সবার আগে এই জ্বিনেরাই বসবাস করত। তারা যমীনের বুকে দাঙ্গা-ফাসাদ করে, রক্তপাত ঘটায় এবং একে অপরকে হত্যা করে। তাদের দমন করার জন্য আল্লাহ তাআলা ফিরিশ্তা বাহিনী দিয়ে ইবলীসকে পৃথিবীতে পাঠান। ইবলীস ফিরিশতা বাহিনী নিয়ে সেই জ্বিনদের সাথে যুদ্ধ করে এবং তাদেরকে সাগর-মহাসাগরের দ্বীপপুঞ্জে ও পাহাড় পর্বতের দিকে তাড়িয়ে দেয়। একাজ করার পর তার অন্তরে অহংকার এসে যায়। সে বলে, আমি এমন কাজ করেছি, যা আর কেউ করতে পারেনি।
Be the first to review “জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস (৩য় পর্ব)।”