জ্বিন জাতি
জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস বইটিতে আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহ. জ্বিন জাতি সর্ম্পকে সকল বিষয়াদী তুলে ধরেছে। জ্বিন জাতির মধ্যে মুমিন জ্বিনরা জান্নাতে প্রবেশ করতে পারবে কিন্তু আল্লাহর দর্শনের সৌভাগ্য তাদের হবে না। আল্লাহকে দেখার সৌভাগ্য কেবলমাত্র মুমিন মানুষদের জন্য। সেকল জ্বিনরা জান্নাতে থাকবে তাদেরকে মানুষরা দেখতে পারবে কিন্তু জ্বিনরা মানুষদেরকে দেখতে পারবে না। সেখানে তাদের জন্য থাকবে দুনিয়ার উল্ট দিক।
Be the first to review “জ্বিন জাতির বিস্ময়কর ইতিহাস (২য় পর্ব)”