ইসলাম ২০০০
আলোচ্য গ্রন্থের লেখক জার্মানীর অধিবাসী মুরাদ উইলফ্রেড হফম্যান এমনই একজন নওমুসলিম। তিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং জীবনের একটি বড় সময় পৃথিবীর বহুদেশে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশাগত দায়িত্ব পালন করেছেন। ইসলাম সম্পর্কে তাঁর মূল্যায়ন এবং পরামর্শমূলক এই গ্রন্থটি আরবী, ইংরেজী এবং জার্মান ভাষায় প্রকাশ হওয়ার পর জনাব এনামুল হক সাহেব বাংলায় অনুবাদ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও দিক নির্দেশনামূলক এই গ্রন্থখানি আমাদের দারুণভাবে আকৃষ্ট করে। বাংলা ভাষার পাঠকদের জন্য তথ্য সমৃদ্ধ এই বইখানা প্রকাশের সুযোগ পেয়ে আমরা পরিতৃপ্ত বোধ করছি। ইসলামকে চলমান সংঘাতময় বিশ্বে আরো বেশী করে গ্রহণযোগ্য করে তোলার পরামর্শগুলি শুধু ভাল লাগার মধ্যেই সীমাবদ্ধ না রেখে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। তাহলেই নওমুসলিম লেখকের লেখা হবে সার্থক, আমাদের প্রকাশনা হবে অর্থবহ। আল্লাহ্ আমাদের বিশ্বব্যাপী ইসলামের জয়যাত্রাকে এগিয়ে নেয়ার তওফিক দান করুন। আমিন।
Be the first to review “ইসলাম ২০০০”