আল-কুরআনের দু’আ
পৃথিবীর মানুষকে হেদায়েতের পথে পরিচালনার জন্য মহান আল্লাহ তা’আলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ আসমানী কিতাব-আল কুরআন। এ কিতাবে মানব জীবনের দুনিয়া-আখিরাতের সকল দিকের সফলতার জন্য চূড়ান্ত ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রদান করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে যুগে যুগে প্রেরিত নবী-রাসূল ও তাঁদের সহযোগিরা যেভাবে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করেছেন-সেসব প্রার্থনা ও দু’আ মহান আল্লাহ তা’আলা অনুগ্রহ করে আল-কুরআনে সংরক্ষণ করেছেন-যাতে কিয়ামত পর্যন্ত আগত সকল ঈমানদাররা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনায় এ দু’আগুলো ব্যবহার করতে পারে। নবী-রাসূলগণের (আ.) মুখ নিঃসৃত এসব দু’আর চেয়ে উত্তম শব্দে, ভাষায় ও আকুতিতে কোন প্রার্থনা পৃথিবীতে আর কারো পক্ষ থেকে হতে পারে না-কেননা তাদের চেয়ে আল্লাহকে বেশী স্মরণকারী, বেশী ভয়কারী, সবরকারী কিংবা মকবুল ভালবাসার পাত্র আর কেউ ছিল না এবং হবেও না। লেখক কুরআন ও হাদীস হতে দু’আর গুরুত্বসহ তার এরূপ ভাবনা থেকে আল কুরআনের এ দু’আর সংকলনটি করেছেন। সাথে সাথে তিনি অত্যন্ত পরিশ্রম করে এ দু’আগুলো আল-কুরআনের সূরার ক্রমানুসারে এবং প্রয়োজনীয় টীকা ও সহীহ্ হাদীসের রেফারেন্সসহ হাদীসের নম্বর জ্ঞানপিপাসু পাঠকদের জন্য সংযোজন করেছেন।
Be the first to review “আল-কুরআনের দু’আ”