আমি কেন ইসলামগ্রহণ করলাম
বিগত ১৯৭০ সালের সেপ্টেম্বর মাসে বইখানার প্রথম প্রকাশ ঘটে এবং অতি অল্প দিনের মধ্যেই সবগুলো সংখ্যা নিঃশেষিত হয়ে যায়। ফলে সে থেকেই যাঁরা পত্র লিখে বা আমার সাথে সাক্ষাৎ করে বইখানা পাবার জন্যে আগ্রহ প্রকাশ করে আসছেন তাঁদের সন্তুষ্ট করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। অনেকে বইখানা পুনর্মুদ্রণের দাবিও জানিয়ে আসছেন। সময়ের পরিবর্তনে অবস্থারও উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সুতরাং পুনর্মুদ্রণ অপেক্ষা পরিবর্তিত এবং পরিবর্ধিত আকারে বইখানার দ্বিতীয় সংস্করণ বের করাই যুক্তিযুক্ত বলে বিবেচিত হয়ে আসছিল। কিন্তু নানা প্রতিবন্ধকতার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়ে ওঠেনি। এখানে বলা আবশ্যক যে, বইখানা লেখার সময় আমাদের পরম স্নেহভাজন কিশোর-তরুণ এবং যুব সম্প্রদায়ের কথাই আমার মনে বিশেষভাবে জাগরুক ছিল। এই জাগরুক থাকার অন্যতম প্রধান কারণ এই ছিল যে, শুধু দেশ এবং জাতির ভবিষ্যতই নয়; এদেশের ইসলামের ভবিষ্যতও তাদের ওপর একান্তরূপে নির্ভরশীল।
Be the first to review “আমি কেন ইসলামগ্রহণ করলাম”