Load Shading (বিদ্যুৎ বিভ্রাট )
সূচনা: বিদ্যুৎ বিভ্রাট র্ব্তমান জনজীবনের একটি বিরক্তকর একটি সম্যার নাম। প্রচীন যুগে মুনষ গুহায় বসবাস করত পাথরে ঘরস করে আগুন জ্বালাত তখন মনুষেরে মধ্যে এত প্রযুক্তি কিছু ছিল না। পশু শিকার নিজেকে বাঁচিয়ে রাখার লক্ষে মনুষের জীবন যাপন ছিল। তারপর সভ্যতা সৃষ্টি এবং সভ্যতাকে আারো উন্নত করার লক্ষে বিদ্যুতের সৃষ্টি। আর এই বিদ্যুৎ সংযোগ যখন বিচ্ছিন্ন করা হয় তখন ঐ সময়কে বিদ্যুৎ বিভ্রাট বলা হয়।
বিদ্যুৎ বিভ্যাট কেন হয় : মুনষ নিজেকে শক্তিশালী করে এবং সুস্থ সবল থাকতে খাদ্য গ্রহন করে এবং ঐ খাদ্য থেকে সঞ্চিত শক্তি যতখন সক্রিয় থাকে ততখন মানুষ কাজ করে থাকে ঠিক তেমনি বিদ্যুৎ (কয়লা, গ্যাস, পানি,তেল ইত্যাদি ) উৎপাদন করা হয় । আর যখন উৎপাদিত বিদ্যুৎ ফুরিয়ে যায় তখন বিদ্যুৎ বিভ্রাট হয়।
বিদ্যুৎ বিভ্রাট কারণ: বিদ্যুৎ বিভ্রাট এখন খুব বড় ধরনের সমস্যা হয়ে পড়েছে শত ভাগ বিদ্যুতের দেশ হওয়া শর্তেও যা এখন প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তবে এটি আমদের দেশে নয় আমাদের দেশে নয়, বরং আমাদের মত উন্নয়ণশীল দেশে হচ্ছে যার কারল জ্বালানি সম্যসা।
এখন আমাদের করণীয় :
- বিদ্যুৎ অপচয় করব না।
- বাড়িতে থাকা বৈদ্যতিক যা ব্যাটারীর সাহায়্যে চলে মনে করে চার্জ করে রাখব।
- মোমবাতি অথবা বিদ্যুৎ ছাড়া আলো জ্বালানো যায় তার ব্যবস্থা করে রাখব।
- রাতের শেষ ভাগে ফ্যান, এসি বন্ধ রাখার চেষ্টা করব।
Comments (0)