ঢাকার সংক্ষিপ্ত পরিচয়

লেখক/কবি : মুহা কামরুজ্জামান

নামকরণের ইতিহাস : ঢাকা নামের উৎপত্তি সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। কেউ বলেছেন, ঢাক নামক বৃক্ষ থেকে ঢাকা নামের উৎপত্তি। কারো কারো মতে, বল্লাল সেন কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা নামের উৎপত্তি। আবার অনেকে বলেন, ১৬১০ সালে ইসলাম খাঁ বুড়িগঙ্গার নিকট ঢাক বাজিয়ে যতদূর পর্যন্ত শোনা যায় ততদূর পর্যন্ত সীমানা নির্ধারণ করে যে এলাকায় রাজধানী স্থাপন করেন সেই এলাকাই ঢাকা নামে পরিচিত। ‘রাজতরঙ্গিনী’তে ঢাক্কা শব্দটি ‘পর্যবেক্ষণ কেন্দ্র’ হিসেবে উল্লেখিত হয়েছে অথবা এলাহাবাদ শিলালিপিতে সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাকই হলো ঢাকা ।

আয়তন : ১,৪৬৩.৬০ বর্গ কিলোমিটার।

মুক্তিযুদ্ধের সময়ে  সেক্টর : মুক্তিযুদ্ধে ঢাকা শহর ছিল ২ নম্বর সেক্টরের অধীনে।

বিশ্বের কাছে কি নামে পরিচিত : ঢাকা শহরটি মসজিদ শহর নামেও পরিচিত।  ঢাকা বিশ্বের রিকশা রাজধানী নামেও পরিচিত। এই শহরে রোজ প্রায় ৪০০,০০০টি সাইকেল রিকশা চলাচল করে।

উপজেলাসমূহ : ১. সাভার, ২. ধামরাই, ৩. কেরানীগঞ্জ, ৪. দোহার ও ৫. নবাবগঞ্জ ।

চিত্তাকর্ষক ও ঐতিহাসিক স্থান : বায়তুল মোকাররম মসজিদ, আসাদ গেট, ঢাকা তোরণ, আহসান মঞ্জিল, সার্ক ফোয়ারা, দোয়েল চত্বর, সংসদ ভবন, মিশুক জিয়া শিশুপার্ক, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, ছোট কাট্রা, বড় কাট্রা, চিড়িয়াখানা, জাতীয় জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, সুপ্রিম কোর্ট, তারা মসজিদ, চক মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বলদা গার্ডেন, মুক্তিযুদ্ধ জাদুঘর, কসাইটুলি মসজিদ, কার্জন হল, সাতগম্বুজ মসজিদ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, বঙ্গবন্ধু নভোথিয়েটার, কমলাপুর রেলস্টেশন, বঙ্গভবন, হোসেনি দালান, পরিবিবির মাজার, বিবি চম্পার সমাধি, প্রাচীন দুর্গ, নবাবী প্রসাদ, হুসেনি দালান, চামেরি হাউস, লালবাগ মসজিদ, জয়কালী মন্দির, বাহাদুর শাহ পার্ক, এশিয়াটিক সোসাইটি, বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, অপরাজেয় বাংলা, লালবাগ কেল্লা, বুড়িগঙ্গা ব্রিজ, শাহ আলী (র.)-এর দরগা, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, উড়াল সেতু ও এয়ারপোর্ট ।

বিশিষ্ট ব্যক্তিবর্গ : নবাব স্যার সলিমুল্লাহ, নবাব আহসানউল্লাহ, স্থপতি খাজা হাফিজুল্লাহ, খাজা আলীমুল্লাহ, খাজা নাজিমুদ্দীন, শেখ এনায়েতউল্লাহ, দীননাথ সেন, ওবায়েদউল্লাহ আল ওবেদী, ড. প্রফুল্লচন্দ্র ঘোষ, অনামী প্রসাদ রায় চৌধুরী, দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার, এফ আর খান, মাজেদ সরকার, জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাক, কবি কায়কোবাদ, কবি সিরাজুল ইসলাম, খান বাহাদুর আঃ গনি, খান বাহাদুর আঃ লতিফ ।

Central Digital Library of Bangladesh (CDLB) is a website and app through which a student of any age can get his desired information service with minimal effort and in the shortest possible time. Here all the branches of knowledge have been divided into 10 parts. It will help you to get the best information to survive in today’s competitive world.

Comment (1)


registro da binance
registro da binance
December 7, 2024

Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *