অন্ধ মানব

অন্ধ মানব

কবি : আশিক মাহমুদ

মানব তুমি অন্ধ কেন?

দেখতে কি পাও না ধরণী?

জেগে দেখো এখানে রয়েছে

তরুণ সরব অরণী

এখনো তুমি পাবে খুঁজে

জড় জীব রহস্যর সম্ভার ।

এখানে তুমি দেখবে ওগো

গিরি, পর্বত, সাগর, অরণ্যমালা ।

দেখবে আরো জীবন রহস্য ।

পাবে সুখের ভেলা ।

সুখ সুখ করে কেঁদেছে শুধু

পাওনি তবু প্রকৃত সুখ ।

জীবনের মাঝে নেমে দেখো

খুঁজে পাবে স্বর্গের সুখ ।

সুখের জন্য এনেছো আরো

কতোনা সোনার বাঁশি।

তবু মেলেনি সুখের দিশা

মন মাঝে তবু অন্ধ নেশা

যদি মেলে স্বর্গের দিশাস্বর্গ দিয়ে জলাঞ্জলি

নরক নিলে বেছে

পাবে না সুখ এ ভুবনে

স্বপ্ন সবই মিছে।